হোম » অন্যান্য বিভাগ » পিতা ও ভাইয়ের অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করতে চাই: এমপি লিপি

পিতা ও ভাইয়ের অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করতে চাই: এমপি লিপি

শাহজাহান সাজু: কোটি কোটি জনতার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ঈর্ষণীয় সাফল্যে চূড়ায় ডিজিটাল বাংলাদেশ। পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেলসহ বড় বড় মেগা প্রকল্পের ঈর্ষণীয় সাফল্যের মহাসড়কে বাংলাদেশ।
ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শুক্রবার (১৯ মে) বিকাল ৩ ঘটিকা থেকে রাত সাড়ে আট ঘটিকা পর্যন্ত কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নুর লিপি বলেন বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে বিজয়ী করে পুনরায প্রধানমন্ত্রী করতে হবে।
তিনি বলেন বিগত নির্বাচনে আপনারা নৌকায় ভোট দিয়েছিলেন বলেই আমার নির্বাচনী এলাকাসহ সমগ্র বাংলাদেশ আজ উন্নয়নের ঈর্ষণীয় পর্যায়ে পৌঁছে গেছে। আপনারা নৌকায় ভোট দিয়েছিলেন বলেই ঘরে ঘরে বিদ্যুৎ পেয়েছেন, শতভাগ বয়স্ক ভাতা পেয়েছেন।
আমার পিতা শহীদ সৈয়দ নজরুল ইসলাম ও ও আমার বড় ভাই সৈয়দ আশরাফুল ইসলামের অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করার জন্য আমি জননেত্রী শেখ হাসিনার হাত ধরে আপনাদের মাঝে এসেছিলাম।সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নূর লিপি বলেছেন, একজন নাকে ক্ষাত দিয়ে বিদেশে অবস্থান করছেন৷বিদেশে তিনি আরাম আয়েসে আছেন, এই হল বিএনপি। বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয় না- উন্নয়ন হয় তাদের নিজেদের৷হয় খুকু আর খাম্বা। আর অত্যাচার-নির্যাতন তো আছেই৷ তা বলে শেষ করা যাবে না।
কিন্তু আমাদের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন তিনি জনগণের কথা ভাবেন ৷নেত্রী উন্নয়নের কথা ভাবেন ৷ তিনি মেট্রোরেল, পদ্মা সেতু, ঘরে ঘরে বিদ্যুতের ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, বিধবা ভাতা চালু করেছেন , দুস্থ ভাতা চালু করেছেন, মুক্তিযুদ্ধাদের জন্য সম্মানী ভাতার ব্যবস্থা করেছেন তাদের আবাসনের ব্যবস্থা করেছেন, যাদের ঘর নাই তাদের জন্য আবাসন প্রকল্পের ব্যবস্থা করেছেন, আর স্বাস্থ্য সেবার মান উন্নয়নের জন্য হাজার হাজার কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছেন।
জননেত্রী শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করে নৌকাকে ভোট দিয়ে উন্নয়নের ধারা বজায় রাখতে হলে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার জন্য আমার পিতা ও আমার ভাইয়ের অসমাপ্ত কাজ সমাপ্ত করা করতে আপনাদের কাছে আমি এসেছি।
এ সময় তিনি ব্যাপক জনস্রোত দেখে আবেগ আপ্লূত হয়ে আরো বলেন আমাকে বলে আমি চলে যেতে, আপনারাই বলুন আমি কোথায় চলে যাব, কিশোরগঞ্জের যে পবিত্র মাটিতে আমার বাপ-চাচা-দাদার জন্ম হয়েছে, আমার বড় ভাই সৈয়দ আশরাফুল ইসলাম এর জন্ম হয়েছে।
আমার জন্ম হয়েছে, আমার অন্যান্য ভাই-বোনদের জন্ম হয়েছে। আমি আপনাদের ভালোবাসা পেয়েছি, সেখান থেকে আমি কেন চলে যাব, আমি আপনাদের ভালোবাসা নিয়ে সারা জীবন আমার পিতা ও ভাইয়ের অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করার জন্য চিরদিন আপনাদের পাশে থাকব। বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমানের সভাপতিত্বে ও বৌলাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমানের সঞ্চালনায় বৌলাই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আয়োজিত উক্ত জনসভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, জেলা আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক বাদল রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা এবি সিদ্দিক, জাহাঙ্গীর আলম জাহান, প্রকৌশলী শরিফুল ইসলাম, সৈয়দ আশাকুল ইসলাম নাটু, শরিফুল গনি ঢালী লিমন, রাশিদা খানম, শরীফ আহমেদ খান, তাজুল ইসলাম, বৌলাই ইউনিয়ন আওয়ামীলীগ, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আয়োজিত জনসভাটি মিছিলে মিছিলে জনসমুদ্রে রূপ নেয়।
বিশেষ অতিথির বক্তব্যে নেতৃবৃন্দ বলেন কিশোরগঞ্জ ১ (সদর-হোসেনপুর) আসনের অসমাপ্ত কাজ গুলি সমাপ্ত করতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় এমপি হিসাবে ডা. সৈয়দা জাকিয়া নূর লিপিকেই আমরা পেতে চাই।
বৌলাই ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রধান অতিথি প্রধান অতিথি সংসদ সদস্য ডাক্তার সৈয়দা জাকিয়া নূর লিপি কে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। হাজার হাজার নেতাকর্মী মিছিলে মিছিলে স্লোগানের স্লোগানে এমপি হিসাবে আবারও লিপি আপাকে পেতে চাই লিপি আপাকে পেতে চাই বলে বৌলাই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এক উৎসবের আমেজে পরিণত করে।
শনিবার (২০ মে) সকাল ১১ ঘটিকায় সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেন এবং বিকাল ৫ ঘটিকায় নাফিসা নজরুল টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট এর উদ্বোধন করার কথা রয়েছে।
error: Content is protected !!