হোম » অন্যান্য বিভাগ » শেরপুরে জিআই তারে বিদ্যুৎ দিয়ে হাতিকে হত্যার ঘটনায় মামলা

শেরপুরে জিআই তারে বিদ্যুৎ দিয়ে হাতিকে হত্যার ঘটনায় মামলা

মোঃ শরিফ উদ্দিন: শেরপুরের ঝিনাইগাতীতে বিদ্যুতের শর্ক দিয়ে হাতি হত্যার ঘটনায় মামলা করেছে বন বিভাগ। গতকাল রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এ মামলা দায়ের করেন।

মামলায় আসামী করেন ঘাগড়া মোল্লাপাড়ার এলাকার কৃষক নুহু মিয়াসহ অজ্ঞাত আরো দুইজনকে।

মামলার পর থেকেই পলাতক রয়েছেন আসামীরা। রেঞ্জ কর্মকর্তা জানান, গত ৬মে ঝিনাইগাতী উপজেলার পশ্চিম বাঁকাকুড়ার
নয়াপাড়া এলাকায় হাতি তাড়ানোর নামে ফসলের ক্ষেতে জিআই তারে বিদ্যুৎ দিয়ে হাতি হত্যা করা হয়। এর আগে, শ্রীবরদী উপজেলায় হাতি হত্যায় প্রথমবারের মামলা করলে চারজন কারাগারে যান।

২০১৪ সাল থেকে এ পর্যন্ত সরকারি হিসেবে শুধু শেরপুরে ২৫ টি হাতির মৃত্যু হয়েছে।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিররুল আলম ভূঁইয়া বলেন, হাতির মৃত্যুর ঘটনায় তিন জনকে আসামী করে মামলা হয়েছে।

আসামীদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

error: Content is protected !!