হোম » অন্যান্য বিভাগ » বগুড়ায় গাছসহ গাঁজা চাষী আটক

বগুড়ায় গাছসহ গাঁজা চাষী আটক

এম এ রাশেদ: বগুড়ার ধুনটে তিনটি গাছসহ গোলাম রব্বানী (৪৫) নামের এক গাঁজা চাষীকে আটক করে থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে নিজ বাড়ী থেকে তাকে আটক করে। সে উপজেলার সদর ইউনিয়নের মাটিকড়া গ্রামের মৃত জালাল উদ্দিন মন্ডলের ছেলে। 
থানা সুত্রে জানা যায়, ঘটনার দিন বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে  মাদক চাষী গোলাম রব্বানীর বাড়ীতে অভিযান চালায় ধুনট থানা পুলিশ।
অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে ৩টি কাঁচা গাঁজার গাছসহ তাকে আটক করে। যার ওজন কাঁচাপাতা, ডাল, কান্ডসহ যথাক্রমে ৭ ফুট ২ ইঞ্চি উচ্চতার গাছের ২কেজি ২শ গ্রাম, ৬ ফুট ৭ ইঞ্চি উচ্চতার গাছের ওজন ৬শ গ্রাম ও ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার গাছের ওজন ৪শ গ্রাম। যার মোট ওজন ৩ কেজি ২শ গ্রাম।
ধুনট থানার উপ -পরিদর্শক (এসআই) অমিত বিশ্বাষ জানান, ব্যবসায়ীক উদ্দ্যেশে নিজ বাড়ীর ছাদে মাটির ঢিবিতে গাঁজার চাষ করেছিলো গোলাম রব্বানী।
গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে মূলসহ ৩টি গাঁজার গাছ জব্দ করি। পরে মাদক দ্রব্য নিয়োন্ত্রন আইনের আওতায় মামলা দায়েরের পর বৃহস্পতিবার আদালতে তাকে আদালতে পাঠানো হয়।
error: Content is protected !!