পাবনা প্রতিনিধি : ঈশ্বরদীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রনোদনা ও সহজ শর্তে কৃষিঋন প্রাপ্তির দাবিতে বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির নেতাদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যানের অফিস কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাসের সভাপতিতেত্বে মত বিনিময় সভায় অংশ নেন,বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির সভাপতি সিদ্দিকুর রহমান ময়েজ,কৃষক নেতা মাসুদ,মহিদুল ইসলাম মত বিনিময় সভায় অংশ নেন। এসময় ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না,সহসভাপতি বিপুল জোয়ারদার,যুগ্ম সম্পাদক বাপ্পি রায়হান,সহসাধারণ সম্পাদক পায়েল হোসেন রিন্টু ও সিনিয়র সাংবাদিক শহিদুল হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সভায় ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় পানি বন্দি সাড়ে চার’শ হেক্টর জমির মালিকদের প্রনোদনা ও সহজ শর্তে কৃষি ঋণ,প্রদানের দাবি করা হয় ।
আরও পড়ুন
পীরগঞ্জে ১৬০ মুক্তিযোদ্ধাকে দেওয়াল ঘড়ি উপহার
সোনাইমুড়ীতে পাইপগান,অটোরিক্সা সহ দুই ছিনতাইকারী আটক
বগুড়ার শেরপুরে বিদ্যুৎপৃষ্টে রংমিস্ত্রী নিহত