হোম » জাতীয় » দেড় লাখ টন চিনি-পেঁয়াজ চায় বাংলাদেশ, ৩০ হাজার টন দিতে রাজি ভারত

দেড় লাখ টন চিনি-পেঁয়াজ চায় বাংলাদেশ, ৩০ হাজার টন দিতে রাজি ভারত

আওয়াজ অনলাইন : বাংলাদেশে রমজানের আগে ২০ হাজার মেট্রিক টন পেঁয়াজ ও ১০ হাজার মেট্রিক টন চিনি রপ্তানির প্রতিশ্রুতি দিয়েছে ভারত। তবে বাংলাদেশ ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ ও ১ লাখ মেট্রিক টন চিনির অনুরোধ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (১২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রী। সম্প্রতি তিনি দিল্লি সফর করে দেশে আসেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা অনেক ভোগ্যপণ্যের জন্য ভারতের ওপর নির্ভরশীল। বিশেষ করে পেঁয়াজ, চিনি, ডাল ও মসলাজাতীয় কিছু পণ্য। আমরা অনেক কিছুর জন্য ভারতের ওপর নির্ভরশীল।

ভারতের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে আনিয়ে ড. হাছান বলেন, ভারতের বাণিজ্যমন্ত্রীকে বলেছি, এসব ভোগ্যপণ্যে যেন বিশেষ কোটা নির্ধারণ করে দেওয়া হয়। যাতে কমপক্ষে আমরা তাদের থেকে এসব সঠিক মূল্যে ও আমাদের প্রয়োজনে আমদানি করতে পারি। এটুকু সুবিধা যেন তাদের থেকে নিতে পারি।

Loading

error: Content is protected !!