হোম » প্রধান সংবাদ » হোসেনপুরে জেলহত্যা দিবসে শহীদ সৈয়দ নজরুল ইসলামের প্রতিকৃতিতে ইউএনওর শ্রদ্ধা নিবেদন

হোসেনপুরে জেলহত্যা দিবসে শহীদ সৈয়দ নজরুল ইসলামের প্রতিকৃতিতে ইউএনওর শ্রদ্ধা নিবেদন

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ: আজ ৩রা নভেম্বর শোকাবহ জেলহত্যা দিবস।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত সহচর জাতীয় চারনেতার ৪৮তম শাহাদাৎ বার্ষিকীর শোকাবহ এ দিবস উপলক্ষ্যে হোসেনপুর উপজেলায় প্রথমবারের মত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় চারনেতার অন্যতম বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব অনিন্দ্য মন্ডল।
এসময় ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ সোহেল এম কম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম নূরু মিয়া, সাধারণ সম্পাদক এম এ হালিম, সাবেক সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক প্রমূখ।আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।শ্রদ্ধা নিবেদন শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল বলেন জাতির সূর্য সন্তানদের অন্যতম শহীদ সৈয়দ নজরুল ইসলাম সাহেবের স্মৃতি বিজড়িত হোসেনপুর উপজেলায় তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন আমাদের পবিত্র দায়িত্ব।
জাতির পিতার বিশ্বস্ত সহচর সৈয়দ নজরুল ইসলামের প্রজ্ঞা মেধা বিচক্ষণতা দৃঢ়তা ও সুযোগ্য নেতৃত্বের কথা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।জাতীয় চারনেতার সমুজ্জ্বল ভূমিকায় তাঁরা বাংলাদেশের সকল জনগণের কাছে বরণীয় হয়ে থাকবেন। ১৯৭৫ সালে আজকের এই দিনে পৃথিবীর সবচাইতে নিরাপদ স্থান কারা প্রকোষ্ঠে তাঁদের নিমর্ম হত্যাকান্ড বাঙালি হৃদয়ে গভীর শোকের ছায়া নেমে এসেছিলো। মহান স্বাধীনতা সংগ্রামের চার অগ্রসেনানীদের শাহাদাৎ বার্ষিকীতে জানাই বিনম্র শ্রদ্ধা।
error: Content is protected !!