হোম » প্রধান সংবাদ » র‍্যাব ও পুলিশের ভ‚য়া আইিড কার্ডসহ দুইজন প্রতারক গ্রেফতার

র‍্যাব ও পুলিশের ভ‚য়া আইিড কার্ডসহ দুইজন প্রতারক গ্রেফতার

মেহেদী হাসান (নাটোর) প্রতিনিধি:  নাটোরের বড়াইগ্রাম থেকে র‌্যাব ও পুলিশের দুটি ভ‚য়া আইডি কার্ড ও চাঁদাবাজীর অভিযোগে ২জনকে আটক করেছে র‌্যাব। গতকাল রবিবার সন্ধা ৬টায় গোপালপুর ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন , পাবনা জেলার সাথিয়া উপজেলার গোপালপুর গ্রামের সোহরাব আলী মাস্টারের ছেলে এরশাদ আলী -৩৫ এবং হলুদঘর এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে সেলিম মোর্শেদ-৩৪ । র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় , গত ২২ আগষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়,নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়ন এর চেয়ারম্যান মোঃ তোজাম্মেল হক ও নগর ইউনিয়নের চেয়ারম্যান

জনাবা নিলুফার ইয়াসমিন ডালু এর নিকট হতে র‌্যাব পরিচয় প্রদানকারী উপরোক্ত ব্যক্তিদ্বয় প্রতারণাপূর্বক চাঁদা আদায় করে এবং গোপালপুর ইউনিয়ন এর চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম খান এর নিকট চাঁদা দাবী করে। এসময় সেলিম মোর্শেদ ও এরশাদ আলী জানায় তারা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের লোক এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন এর সার্বিক অবস্থা তদারকির জন্য দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। তাদের কে দাবিকৃত চাঁদা প্রদান করলে বর্নিত

চেয়ারম্যান প্রার্থীগণের নির্বাচনে জয়ের সম্ভাবনা অনেকাংশেই নিশ্চিত হবে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব -৫ সিপিসি-২ নাটোর র‌্যাব ক্যাম্পের একটি দল রবিবার সন্ধায় গোপালপুর ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযান চালায়।
এসময় র‌্যাব ও পুলিশের দুইটি ভ‚য়া আইডি কার্ড নগদ টাকা ও একটি মোটর সাইকেলসহ সেলিম মোর্শেদ ও এরশাদ আলীকে আটক করে।এ বিষয়ে বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

error: Content is protected !!