হোম » প্রধান সংবাদ » কুমিল্লা ট্রমা সেন্টারের সাথে ‘কুবি’র সমঝোতা চুক্তি স্বাক্ষর

কুমিল্লা ট্রমা সেন্টারের সাথে ‘কুবি’র সমঝোতা চুক্তি স্বাক্ষর

সজীব আহম্মেদ রিমন, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ও কুমিল্লা ট্রমা সেন্টারের মধ্যে দ্বি-পাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় সকল প্যাথলজিক্যাল পরীক্ষায় ৩৫%, সকল রেডিওলজিক্যাল পরীক্ষায় ২৫%, হসপিটাল বেডে ১৫% ও ফিজিওথ্যারাপিতে ১৫% ছাড় দেওয়া হবে।
রবিবার (১৫ আগস্ট)  দুপুর ১২টায় উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী’র উপস্থিতিতে এ দুই প্রতিষ্ঠানের মধ্যে দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তিতে কুমিল্লা বিশ্বদ্যিালয়ের পক্ষে স্বাক্ষর করেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব)  অধ্যাপক ড. মোঃ আবু তাহের এবং ট্রমা সেন্টারের পক্ষে স্বাক্ষর করেন মেডিকেল ডিরেক্টর মোঃ সফি উল্ল্যাহ।
এ সময় আরোও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতিসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।  প্রসঙ্গত, এ চুক্তির সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও তাদের সহধর্মিনী, সন্তান, বাবা-মা, শ্বশুড়-শাশুড়ি এবং সকল শিক্ষার্থী ও তাদের বাবা-মা।
error: Content is protected !!