হোম » প্রধান সংবাদ » দাগনভূঞায় ইউনিয়ন পর্যায়ে কোভিড ১৯ টিকাদান কার্যক্রমের উদ্বোধন 

দাগনভূঞায় ইউনিয়ন পর্যায়ে কোভিড ১৯ টিকাদান কার্যক্রমের উদ্বোধন 

মোঃআবদুল মুনাফ পিন্টু: ফেনীর দাগনভূঞায় করোনা প্রতিরোধে গণটিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৭ আগষ্ট) সকালে পৌরসভার আতাতুর্ক সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মিজান মিলনায়তনে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান।  দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী
যুবলীগের সভাপতি মোঃ দিদারুল কবীর রতন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার তানিয়া, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক সুব্রত কুমার চৌধুরী, ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গাজালা পারভীন রুহি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রুবাইয়াত বিন করিম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ খলিলুর রহমান প্রমুখ। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
error: Content is protected !!