হোম » প্রধান সংবাদ » বগুড়ার গাবতলীতে পত্রিকা বিক্রেতাকে হত্যার হুমকি : থানায় অভিযোগ

বগুড়ার গাবতলীতে পত্রিকা বিক্রেতাকে হত্যার হুমকি : থানায় অভিযোগ

রায়হানুল ইসলাম: বগুড়ার গাবতলীতে পত্রিকা বিক্রেতাকে গালিগালাজ ও হত্যার হুমকি দেয়ায় থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। জানা গেছে, গাবতলী উপজেলার নিজ দূর্গাহাটা ইউনিয়নের আবুল কালাম আজাদের স্ত্রী চাম্পা বেগম (৩৫) একজন দৈনিক পত্রিকা বিক্রেতা। প্রতিদিনের ন্যায় চাম্পা বেগম গত ২ই আগষ্টে নীয় দূর্গাহাটা বাজারে পত্রিকা বিক্রি করতে গেলে জনৈক রফিকুল ইসলাম (বগুড়ার গাবতলী উপজেলা জেএমবি’র

সাবেক সভাপতি বাংলা ভাইয়ের সহযোগী) দোকানদার তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দিয়ে বলেন, যারা দৈনিক ‘দেশের পত্র’ নামক পত্রিকা বিক্রি করে তারা নাস্তিক এবং ইহুদী খৃস্টানদের দালাল। এ ঘটনায় পত্রিকা বিক্রেতা চাম্পা বেগম বাদী হয়ে মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা থানার এস. আই সুজন বলেন, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ তিনি হাতে পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পেয়েছেন। অভিযোগটি কোর্টে প্রেরণের পক্রিয়া চলছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্ত রফিকুল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

error: Content is protected !!