হোম » প্রধান সংবাদ » পোকখালীতে অবৈধ বালি উত্তোলন:  শত শত পরিবার হুমকির মুখে

পোকখালীতে অবৈধ বালি উত্তোলন:  শত শত পরিবার হুমকির মুখে

কক্সবাজার জেলার নবগঠিত ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নে পূর্ব গোমাতলী ৯ নং ওয়ার্ডে ঈদগাঁও ফুলেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের কারণে শত শত পরিবার হুমকির মুখে পড়েছে, তাই প্রতিবছর বর্ষার মৌসুম আসলেই ঘর বাড়ি ডুবে যাওয়া থেকে শুরু করে রাস্তাঘাট পানির মধ্যে থৈ থৈ করে, এমনকি নবগঠিত
ঈদগাঁও উপজেলার প্রায় সব ইউনিয়নে অবৈধ ভাবে বালি উত্তোলনের মহোৎসব চলছে, তাই সাধারণ মানুষের ঘরবাড়ি জানমাল নিরাপত্তা রক্ষা করতে হলে অবৈধ বালি উত্তোলনের মহোৎসব বন্ধ করতে হবে, তাই ঈদগাঁও সাধারণ মানুষ কক্সবাজার জেলা প্রশাসক মহোদয়, সদর ইউএনও মহোদয়, সদর এসিল্যান্ড সহ পুলিশ প্রশাসনের
হস্তক্ষেপ কামনা করে বলেন সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হলে শীঘ্রই অবৈধ ভাবে বালি উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে হবে, অবৈধ ভাবে বালি উত্তোলনের ফলে প্রতিবছর নবগঠিত ঈদগাঁও উপজেলায় প্রতিটি  ইউনিয়নের স্কুল কলেজে পড়ুয়া, ডেলিভারী রোগী থেকে শুরু করে সকল
পেশাজীবীদের যাতায়তের রাস্তা এবং কালভার্ট অতিবৃষ্টি হলেই পানিতে ডুবে তলিয়ে যায়, তাই অবৈধ বালি খেকোদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে সাধারণ মানুষের চলাচলের উপযোগী করে  দেওয়ার জোর দাবী জানান।
error: Content is protected !!