হোম » প্রধান সংবাদ » সিরাজগঞ্জের বিষুর দাম হাকাচ্ছেন ৭ লাখ, দেখতে মানুষের ভীড়

সিরাজগঞ্জের বিষুর দাম হাকাচ্ছেন ৭ লাখ, দেখতে মানুষের ভীড়

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি :  ঘনিয়ে আসছে পবিত্র ঈদ-উল আযহা। প্রস্তুত হচ্ছে নানা প্রজাতির ষাড় গরু। ক্রেতারাও শুরু কররেছে ষাড় গরু দেখা। ঈদ-উল আযহা উপলক্ষে সিরাজগঞ্জের বহুলীতে নিজ বাড়ীতেই একটি গরু প্রস্তুত করেছেন জাহাঙ্গীর আলম দম্পতি। ষাড়টির দাম হাকাচ্ছেন সাত লাখ টাকা। গরুটি একনজর দেখতে প্রতিদিন অসংখ্য মানুষ ভিড় জমাচ্ছে তাঁর বাড়িতে। দূর-দূরান্ত থেকে আসছেন অনেকেই।

এবার কোরবানিতে বাড়ী থেকেই গরুটি বিক্রির জন্য প্রস্তুতি নিচ্ছেন জাহাঙ্গীর আলম দম্পতি। গরুটি আনুমানিক প্রায় ২৫ মণ মাংস হিসেবে সাত লাখ টাকা দাম হাকাচ্ছেন। চাহিদা অনুযায়ী দাম না পাওয়ায় গরুটি এখনো তার বাড়ীতে আছে। সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের ধীতপুর আলাল মধ্যপাড়া গ্রামের আব্দুল হালিম খানের ছেলে জাহাঙ্গী ও তার স্ত্রী মাহমুদা খাতুন নিজ বাড়িতে নিজ সন্তানের মতো করে তিন বছর ধরে পালন করে আসছে গরুটি। এবং তার জন্ম বৃহস্পতিবারে হওয়ায় নাম রেখেছে বিষু।

জাহাঙ্গীর আলম বলেন, স্থানীয় হাটে এ ধরনের গরুর চাহিদা থাকলেও কাঙ্খিত দাম পাওয়া দুষ্কর। তাই তিনি এবার নিজ বাড়ী থেকেই বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও বলেন, গরুটির আনুমানিক ওজন ২৫ থেকে ২৬ মণ হতে পারে। গরুটির রং কলো এবং সাদা তিলক রয়েছে। গরুটির আকারে প্রায় সাড়ে ৬ ফুট উঁচু ও লম্বা প্রায় ১০ ফুট। মাথায় সাদা রঙের তিলক থাকায় গরুটি দেখতে আকর্ষণীয়। সদর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা হারুন অর রশিদ জানান, গরুটি প্রাকৃতিক উপায়ে লালন পালন করেছে জাহাঙ্গীর দম্পতি। গরুটি দেখতেও অনেক সুন্দর। প্রানী সম্পদ অফিস থেকে নিয়মিত তদারকি করা হচ্ছে।

error: Content is protected !!