হোম » প্রধান সংবাদ » নাটোরে গত ২৪ ঘন্টায় করোনা উপসের্গ দুইজনের মৃত্যু , ৬৫ জন আক্রান্ত

নাটোরে গত ২৪ ঘন্টায় করোনা উপসের্গ দুইজনের মৃত্যু , ৬৫ জন আক্রান্ত

নাটোর প্রতিনিধিঃ নাটোরে গত ২৪ ঘন্টায় করোনার উপসর্গ নিয়ে সদর হাসপাতালে ২ জনের মৃত্যু হয়েছে।আক্রান্ত হয়েছেন নতুন করে ৬৫ জন । ২৭৬ জনের নমুনা পরীক্ষা করে এই ৬৫ জন আক্রান্ত হন। নাটোর সদর হাসপাতালের করোনা ইউনিটে নতুন করে ভর্তি হয়েছে আরো ১২ জন রোগী। এ নিয়ে সেখানে ৪২ জন করোনা রোগী চিকিৎসা নিচ্ছে।এছাড়া উপসর্গ নিয়ে নাটোর সদর হাসপাতালের ইয়োলো জোনে  চিকিৎসাধীন ২২ জনের মধ্যে ২ জন গতরাতে মারা গেছেন। এতে করে নাটোর শহর  এলাকায়

 

সংক্রমনের হার ৭৬ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ২৫০২ জন। মৃত্যু হয়েছে ৪১ জনের । নাটোরের সিভিল সার্জন বিষয়টি নিশ্চিত করেছেন। উলে­খ্য করোনা সংক্রমন বৃদ্ধির জন্য নাটোর ও সিংড়া পৌর এলাকায় ৯ জুন থেকে ২২ জুলাই পর্যন্ত সর্বাত্বক লক ডাউন ঘোষণা করা হয়েছে। লক ডাউন সফল করতে শুক্রবার সকাল থেকে দুটি পৌরসভার বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে দায়িত্ব পালন করছে পুলিশ।আইন শৃংখলা বাহিনীর পাশাপাশি স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের একাধিক ভ্রাম্যমান আদালত কাজ করছে।

error: Content is protected !!