হোম » প্রধান সংবাদ » ঠাকুরগাঁওয়ের সড়কে চলছে ধান মাড়াই আর শুকানোর কাজ

ঠাকুরগাঁওয়ের সড়কে চলছে ধান মাড়াই আর শুকানোর কাজ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার সড়ক ও মহাসড়ক যেন এখন মৃত্যুফাঁদ। চাতালের অপ্রতুলতা থাকায় বিভিন্ন ফসলের মৌসুমে জেলার অভ্যন্তরীণ সড়ক-মহাসড়কে চলে ধান মাড়াই আর শুকানোর কাজ। ফলে এখানকার সড়কগুলো পরিণত হয় ধান শুকানোর চাতালে। এছাড়া খড় শুকানোর জন্যও ব্যবহৃত হয় সড়কগুলো। এ কারণে প্রতিদিন দুর্ঘটনা ঘটেই চলেছে। চাতালের কাজে ব্যবহৃত এসব সড়কের মধ্যে রয়েছে ঠাকুরগাঁও-গড়েয়া সড়ক, ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়ক, ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়ক, বালিয়াডাঙ্গী-রাণীশংকৈল সড়ক। এছাড়াও পাঁচ উপজেলার মধ্যে বিভিন্ন সড়কের অবস্থাও একই। ঠাকুরগাঁও রোড স্টেশন এলাকা পার হলেই চোখে পড়বে বিভিন্ন উপজেলাতে যাওয়ার সড়কের উপরেই চলছে ধান মাড়াইয়ের কাজ। পরে চলে শুকানোর কাজ। এতে সমস্যার সৃষ্টি হচ্ছে যানবাহন চলাচলে। বিভিন্ন সড়কে ঘটছে সড়ক দুর্ঘটনা
error: Content is protected !!