হোম » প্রধান সংবাদ » বগুড়ার শিবগঞ্জে নির্বাচিত নারী জন প্রতিনিধিদের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

বগুড়ার শিবগঞ্জে নির্বাচিত নারী জন প্রতিনিধিদের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ  বগুড়ার শিবগঞ্জ উপজেলায় নির্বাচিত নারী জনপ্রতিনিধিরা উপজেলা পরিষদের অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে। রবিবার (২মে) বেলা ১টা হতে ২টা ৩০মিনিট পর্যন্ত শিবগঞ্জ উপজেলা নারী উন্নয়ন ফোরামের ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন শিবগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার। তিনি অভিযোগ করে বলেন, উপজেলা পরিষদের বার্ষিক বাজেটের শতকরা ২৫শতাংশ নারী উন্নয়ন ফোরামের জন্য বরাদ্দ
দেওয়ার কথা থাকলেও দেওয়া হচ্ছে সীমিত। এছাড়াও সকল ধরণের বরাদ্দ থেকে নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের বঞ্চিত করা হচ্ছে। এসময় শিবগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের নির্বাচিত নারীসদস্যসহ তিন শতাধিক নারী উপস্থিত ছিলেন। এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু বলেন, তার বরাদ্দ নিয়ে কোন অনিয়ম হয়নি। তার অভিযোগগুলো মিথ্যা। এবিষয়ে শিবগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মৌলী মন্ডল বলেন, কিছু দিন হলো আমি যাবৎ দায়িত্ব পালন করছি। এ বিষয়ে আমি কিছু জানিনা।
error: Content is protected !!