হোম » প্রধান সংবাদ » পাটগ্রাম ধরলা নদী থেকে অবৈধ বালু উত্তোলন, এক ব্যবসায়ীর ১৫ হাজার টাকা জরিমানা

পাটগ্রাম ধরলা নদী থেকে অবৈধ বালু উত্তোলন, এক ব্যবসায়ীর ১৫ হাজার টাকা জরিমানা

মিজানুর রহমানঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়ন পরিষদ এলাকায় ধরলা নদীর তীর থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিপণণের দায়ে গুড়িয়াটারী এলাকার বাসিন্দা ট্রলি মালিক সবুজ ইসলাম (২৯) নামে এক ব্যক্তিকে ১৫ হাজার  টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পাটগ্রাম  উপজেলা সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবেল রানা গত শুক্রবার  বিকালে বুড়িমারী ধরলা নদীর তীরে এ জরিমানা করেন। এসময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অংশ নেন পাটগ্রাম থানার ওসি (তদন্ত) হাফিজুল ইসলাম। সঙ্গে ছিলেন এস আই মিন্টু চন্দ্র, এস আই নিজাম উদ দৌলা, এস আই শামসুল হক, এস আই হাসান,
মোবাইল ডিউটি অফিসার এস আই জাহাঙ্গীর ও সঙ্গীয় ফোর্স। সহকারী কমিশনার ভূমি ও  বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবেল রানা বলেন, পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ধরলা নদীর তীরে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিলো। গোপন সংবাদের  ভিত্তিতে অভিযান চালিয়ে সবুজ ইসলাম নামে এক বালু ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। সবুজ তার নিজের ব্যবসার উদ্দেশ্যে অবৈধভাবে বালু উত্তোলন করে মজুদ করছিল। জনস্বার্থে ও সরকারি সম্পত্তি রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
error: Content is protected !!