হোম » প্রধান সংবাদ » জামালপুরে এসিল্যান্ডের ড্রাইভার ট্রাক ড্রাইভারকে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ

জামালপুরে এসিল্যান্ডের ড্রাইভার ট্রাক ড্রাইভারকে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ

রবিউল হাসান লায়ন,জামালপুর: এসিল্যান্ডের ড্রাইভার  ট্রাক ড্রাইভারদেরকে মারধর করে টাকা হাতিয়ে নেয়ার ঘটনার প্রতিবাদে জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক দুই ঘন্টা অবরোধ করে রাখে বিক্ষুব্ধ ট্রাক শ্রমিকরা। এ সড়ক পথে যানবহন চলাচল বন্ধ হয়ে পড়লে দুর্ভেগে পড়ে পথচারীরা। শহরের পৌর বাস টার্মিনালের সামনে  বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ ট্রাক ড্রাইভাররা। সময় ম্যাজিষ্ট্রেটের ড্রাইভার বাবুর শাস্তির দাবিতে নানা শ্লোগান দেয়। জেলা ট্রাক ট্রাংকলড়ি কাভার্ডভ্যন,মিনি ট্রাক ও ট্রাক্টর চালক শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক ফিজুর আকন্দ জানান,সহকারী  কমিশনার (এসিল্যান্ড সদর) ভ্রাম্যমান
আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার রুনার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত যাওয়া পথে বালু ভর্তি ৪টি ট্রাককে থামতে সিগন্যাল দেয় জামালপুর শহরের ছনকান্দা বন বিভাগ অফিসের সামনে। এসময় গাড়ি থেকে এসিল্যান্ডের ড্রাইভার বাবু নেমেই ট্রাক ড্রাইভারদের হুমকি ধামকি দিয়ে মানিব্যাগ কেড়ে নিয়ে খালি মানিব্যাগ ফিরিয়ে দেয়। এই নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে তহু মিয়া নামে এক ড্রাইভারকে মারধর করে এবং অপর ৩ ড্রাইভার আরজু,পাপ্পু ও রাজিবকে হ্যান্ডকাপ পড়িয়ে গাড়িতে তোলা হয় বলে দাবি করেন তিনি। এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয়ে উঠে ট্রাক ড্রাইভাররা। বিচারের দাবিতে বিক্ষুব্ধ ট্রাক ড্রাইভাররা সড়ক ব্যারিকেড দিয়ে
জামালপুর-ময়মনসিংহ সড়ক অবরোধ করে। অবস্থা বেগতিক দেখে ভ্রাম্যমান আদালত দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।  দুই ঘন্টা সড়ক অবরোধ কালে জামালপুর-ময়মনসিংহ সড়কে যানবহন চলাচল বন্ধ হয়ে পড়ে। দুর্ভোগে পড়ে এ পথে চলাচলরত পথচারীরা।  খবর পেয়ে বিকাল সাড়ে ৫টায় ঘটনাস্থলে উপস্থিত হয় সদর উপজেলা নির্বাহি অফিসার লিটুস লরেন্স চিরান ও সদর থানার ওসি রেজাউল ইসলাম খান। তারা ড্রাইভার বাবুর শাস্তিমুলক ব্যাবস্থা ও ট্রাক শ্রমিক ড্রাইভারদের সাথে এরকম ঘটনার পুণরাবৃত্তি ঘটবে না আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেয়। এবিষয়ে সহকারী কমিশনার ভুমি ও ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট তাহমিনা আক্তার রুনা বলেন, আমি ড্রাইভার বাবুকে জিজ্ঞাসা করেছিলাম টাকা পয়সা নেইনি বলে জানিয়েছে। তবে ট্রাক ড্রাইভারদের সাথে খারাপ আচরন ও অপ্রিতিকর ঘটনা ঘটানোর জন্য শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হবে।
error: Content is protected !!