হোম » প্রধান সংবাদ » পাটগ্রামে বিলুপ্ত ছিটমহল প্রকল্পের সড়ক নির্মাণ

পাটগ্রামে বিলুপ্ত ছিটমহল প্রকল্পের সড়ক নির্মাণ

মিজানুর রহমানঃ লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় বিলুপ্ত ছিটমহলের বাসিন্দাদের জীবনমান উন্নয়নে গ্রামীণ অবকাঠামো ছিটমহল প্রকল্পের পাকা সড়ক নির্মাণের কাজ চলছে। উপজেলার জগতবেড় ইউনিয়নের মুন্সিরহাট ভায়া মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে মোল্লারহাট বাজার পর্যন্ত ২ দশমিক ৯ কিলোমিটার পাকা রাস্তা নির্মাণের কাজ চলছে। ২০২০-২১ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো ছিটমহল প্রকল্পের আওতায় ২ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে এ সড়ক নির্মাণের কাজ হচ্ছে। সড়কটি নির্মাণ সম্পন্ন
হলে ৪ গ্রামের প্রায় ২০ হাজার বাসিন্দাদের জীবনমান উন্নয়ন হবে। ইতিমধ্যে নির্মাণাধীন সড়কটি পরির্দশন করেছেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল।  সরেজমিনে ওই এলাকায় গিয়ে দেখা গেছে, লালমনিরহাট স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একটি দল রাস্তার কাজের মান যাচাই করছে। এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী (ল্যাব ইনচার্জ) মোবারক হোসেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পাটগ্রাম উপজেলা প্রকৌশলী মাহবুব উল আলম, লালমনিরহাট স্থানীয় সরকার
প্রকৌশল অধিদপ্তরের (ল্যাবরেটরি টেকনেশিয়ান) আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পাটগ্রাম উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রহিম প্রমুখ। এ বিষয়ে লালমনিরহাট স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী (ল্যাব ইনচার্জ) মোবারক হোসেন বলেন, বাজেট অনুযায়ী রাস্তাটির কাজের গুণগত মান ঠিক আছে। এ প্রসঙ্গে ঠিকাদার আবু নাঈম রুবেল বলেন, কাজটি ভালো করতে সর্বোচ্চ চেষ্টা করছি। লালমনিরহাট ও পাটগ্রাম এলজিইডি কার্যালয়ের পর্যবেক্ষণ টিম এসে কাজের মান দেখে সন্তোষ প্রকাশ করেছে। কিন্তু কিছু অসৎ ব্যক্তি আমার কাছ থেকে উৎকোচ আদায় করতে না পেরে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছে।
error: Content is protected !!