হোম » প্রধান সংবাদ » উল্লাপাড়ায় তৃতীয় লিঙ্গে রুপান্তরিত মনিরুলের পরিবারের পাশে দাঁড়ালেন সাংসদ ও কেন্দ্রীয় যুবলীগ

উল্লাপাড়ায় তৃতীয় লিঙ্গে রুপান্তরিত মনিরুলের পরিবারের পাশে দাঁড়ালেন সাংসদ ও কেন্দ্রীয় যুবলীগ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ প্রাকৃতিকভাবে তৃতীয় লিঙ্গে (হিজড়া) রুপান্তরিত অসহায় মনিরুল ইসলামের (২৭) পরিবারের পাশে দাঁড়িয়েছেন উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম ও বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগ। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চর ঘাটিনা গ্রামের হাফেজ মিস্ত্রির ছেলে মনিরুল তৃতীয় লিঙ্গে রুপান্তরিত হবার পর এই গ্রামের মাতব্বরেরা তার পরিবারকে গ্রাম ছাড়া করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে মনিরুল ও তার ভাই মজনু মিয়াকে মারধর করেছেন। চরম বিপদের মুখে মনিরুলের পরিবার

থেকে ২৭ এপ্রিল রাতে উল্লাপাড়া মডেল থানায় গ্রামের মোট ১১ জন মাতব্বরের নামে একটি মামলা দায়ের করেন মজনু মিয়া। এই মামলার প্রেক্ষিতে ওই রাতেই পুলিশ মঞ্জু সরকার ও মেছের আলী নামের দুই মাতব্বরকে গ্রেপ্তার করে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে বুধবার জেলে পাঠিয়েছেন। এই ঘটনা নিয়ে ২৯ এপ্রিল বৃহস্পতিবার বিভিন্ন জাতীয় দৈনিক এবং অনলাইন পোর্টালে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। সিরাজগঞ্জ জেলা যুবলীগের সাধারন সম্পাদক একরামুল হক বৃহস্পতিবার তার দলের নেতৃবৃন্দকে নিয়ে উক্ত মনিরুল ইসলামের বাড়িতে যান। সেখানে স্থানীয় গণমাধ্যম কর্মীদেরকে জানান, কেন্দ্রীয় যুবলীগের নেতাদের নির্দেশে তিনি অসহায়

মনিরুলের (তৃতীয় লিঙ্গে রুপান্তরিত) পরিবারকে সামাজিক ও আইনি সহযোগিতা দিতে এসেছেন। এছাড়া তার (মনিরুল) নিজ বাড়িতে সম্মানের সঙ্গে উপস্থিতি ও নিরাপত্তা বিধানে তার সংগঠন থেকে সব ধরনের সহযোগিতা দেবারও ঘোষনা দেন তিনি। মনিরুলের মা মর্জিনা খাতুনের সঙ্গে কথা বলার সময় মর্জিনা খাতুন তার গ্রামের মাতব্বরদের বিরুদ্ধে তার পরিবারকে সমাজচ্যুত করার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন। উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা একই

সময় মনিরুলের বাড়িতে গিয়ে তার মাকে উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমামের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রধান করেন এবং সংসদ সদস্য মনিরুলের পরিবারকে সবধরনের সহযোগিতা প্রদান করবেন বলেও মর্জিনা খাতুনকে আশ্বস্থঃ করেন। সিরাজগঞ্জ জেলা যুবলীগ নেতৃবৃন্দের সঙ্গে সিরাজগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহব্বায়ক সজীব খান, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সুজিত সরকার, উল্লাপাড়া উপজেলা যুবলীগের আহব্বায়ক মীর আরিফুল ইসলাম উজ্জলসহ অপর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

error: Content is protected !!