হোম » প্রধান সংবাদ » জীবননগরে নিজের তৈরি বনবিড়াল ধরার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে বকুল হোসেন  নিহত 

জীবননগরে নিজের তৈরি বনবিড়াল ধরার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে বকুল হোসেন  নিহত 

মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলার  জীবননগরে নিজের তৈরি বনবিড়াল ধরার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে বকুল হোসেন  (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টায় উপজেলার শিয়ালমারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বকুল হোসেন শিয়ালমারী গ্রামের মো. তুরাপ আলীর ছেলে। নিহতের পরিবার জানায়, বকুল হোসেন দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে কুবতর পালতেন। প্রায়ই রাতে বনবিড়াল কবুতরের ঘরে হানা দিয়ে কবুতর খেয়ে ফেলতো। রোববার রাতে বন বিড়ালের হাত থেকে কবুতরগুলো রক্ষার জন্য কবুতর ঘরের চারপাশে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন বকুল হোসেন।
একইদিন রাত সাড়ে ৩টায় কবুতর ঘরে বনবিড়াল প্রবেশের শব্দ পেয়ে তড়িঘড়ি করে তা মারতে যান বকুল হোসেন। এসময় নিজের তৈরি ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান তিনি। উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, শিয়ালমারী গ্রামে নিজের তৈরি বনবিড়াল ধরার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে বকুল হোসেনের মৃত্যু হয়েছে। জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, বিষয়টি সম্পর্কে তিনি শুনেছেন।
error: Content is protected !!