হোম » প্রধান সংবাদ » দেশের সবচেয়ে বড় করোনা হাসপাতালে রোগী ভর্তি শুরু

দেশের সবচেয়ে বড় করোনা হাসপাতালে রোগী ভর্তি শুরু

আওয়াজ অনলাইন : করোনায় আক্রান্ত রোগীদের চিকিত্সায় প্রয়োজনীয় বেড ও আইসিইউ সুবিধা নিয়ে সোমবার (১৯ এপ্রিল) থেকে রোগী নিচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) করোনা ডেডিকেটেড হাসপাতালে রোগী। দেশের বৃহত্তম এই হাসপাতালটিতে সকাল থেকে রোগী ভর্তিসহ সব চিকিত্সা সুবিধা পাবেন আক্রান্তরা।

সোমবার (১৯ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এই হাসপাতালটি উদ্বোধন করেন। প্রাথমিকভাবে ৫০টি আইসিইউ, ৫০টি ইমারজেন্সি, ১৫০টি সাধারণ শয্যা এবং ১৩০ জন চিকিত্সক ও ৩০০ নার্স নিয়ে যাত্রা শুরু হলেও এক মাসের মধ্যে এটিকে এক হাজার শয্যায় নিয়ে যাওয়ার ইচ্ছা কর্তৃপক্ষের। এ ছাড়া রোগীদের জন্য রয়েছে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের ব্যবস্থা।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, স্বাস্থ্য মন্ত্রণালয় বিশেষায়িত ওই হাসপাতালে চিকিত্সাসেবা দিতে ৫০০ চিকিত্সক, ৭০০ নার্স, ৭০০ স্টাফ এবং ওষুধ ও সরঞ্জামের ব্যবস্থা করেছে।
/এইচ. ছবি: সংগৃহীত।

error: Content is protected !!