হোম » প্রধান সংবাদ » চাটখিলে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে সাইকেল পেল ৪ কিশোর।

চাটখিলে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে সাইকেল পেল ৪ কিশোর।

মনির হোসেন (চাটখিল প্রতিনিধি): নোয়াখালীর চাটখিল উপজেলা নিশ্চিন্তপুরে (নিশ্চিন্তপুর জামে মসজিদের) পুর্ব ঘোষনা অনুযায়ী ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতে পড়ায় ‘সাইকেল’ পুরস্কার পেলো ৪ শিশু-কিশোর এছাড়া অন্য প্রতিযোগীরা পেয়েছে  পাঞ্জাবি ও জায়নামাজ।
 
খোরশেদ আলমের তত্ত্বাবধানে শিশু কিশোর মাঝে (বিশেষ প্রতিযোগিতার পুরস্কার হিসেবে) বাইসাইকেল বিতরণ করা হয়েছে। এতে ৪ জন শিশু কিশোর– যারা টানা চল্লিশ দিন  জামাতের সাথে সালাত আদায় করেছে তারা এই পুরস্কার পেয়েছেন। আজ বাদ যোহর এ উপলক্ষ্যে ৪ কিশোরের হাতে ৪টি বাই সাইকেল তুলে দেয়া হয়। এছাড়া অন্য প্রতিযোগীরা পেয়েছে  পাঞ্জাবি ও জায়নামাজ।
 
আয়োজকরা জানান, প্রতিযোগিতার লক্ষ্য ছিলো শিশুরা যাতে মসজিদে যেতে অভ্যস্ত হয়, নামাজের গুরুত্ব সম্পর্কে জানতে পারে এবং একত্ববাদ ও সমাজে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।  এসময় উপস্থিত ছিলেন আয়োজক মোরশেদ আলম ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা এবং গ্রামের অন্যান্য ব্যক্তিবর্গ।
 
 
 
error: Content is protected !!