হোম » প্রধান সংবাদ » মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি

আওয়াজ অনলাইন : যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় সরকারী ভর্তুকির মাধ্যমে কৃষি যন্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা ক্যাম্পাসে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৫জন কৃষকের মধ্যে ৭০ শতাংশ ও ৫০ শতাংশ সরকারী ভুতুর্কিতে এ যন্ত্রগুলো কৃষকের হাতে তুলে দেন মৌলভীবাজার-৪ আসনের এমপি উপাধ্যক্ষ ড. মোহাম্মদ আব্দুস শহীদ।

এ সময় প্রধান অথিতির বক্তব্যে উপাধ্যক্ষ ড. মোহাম্মদ আব্দুস শহীদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু দক্ষ নেতৃত্বে ও পরামর্শে দেশের কৃষি বিভাগ কৃষি ক্ষেত্রে আমুল পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন। খাদ্য ঘাটতির দেশে এখন কৃষি পন্য রপ্তানী হয়।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী লূত্ফুল বারী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিলুফার ইয়াছমিন মুনালিসা সুইটি, শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায় ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী।
/এইচ.

error: Content is protected !!