হোম » প্রধান সংবাদ » রায়গঞ্জের মাঠে মাঠে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন

রায়গঞ্জের মাঠে মাঠে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ- সিরাজগঞ্জের রায়গঞ্জে বোরো ধান চাষে ভালো ফলনের আশায় দিন পার করছেন উপজেলার কৃষকেরা। ইতিমধ্যেই কিছু পরিমান জমিতে ধানের শীষ বের হওয়া
শুরু হলেও আর কিছুদিন পরেই পুরো ধান পেকে যাবে শুরু হবে কৃষকের ধান কাটা। অন্যান্য শস্যর চেয়ে বোরো ধানের চাষ ব্যাপক সাড়া ফেলেছে। আবহাওয়া অনুকূলে থাকলে গত বারের চেয়ে এবারও বেশ ভালো ফলন হবে বলে

আশা করছেন উপজেলার কৃষকেরা। সময় মতো চারা রোপন করার ফলে মাঠে মাঠে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। উপজেলার কৃষি কর্মকর্তা বলেন, চাষিদের সাধারণ তথ্য ও পরামর্শ দিয়ে সহায়তা করছি। বোরো ধান চাষে কৃষকদের আগ্রহী করার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে কৃষি বিভাগের মাধ্যমে তালিকা ভূক্ত কৃষকদের মাঝে উন্নত জাতের বোরো ধানের চারা, সার, বালাইনাশকসহ অন্যান্য উপকরণ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। এছাড়াও কৃষকদের

সার্বক্ষণিক পরামর্শসহ সার্বিক সহযোগিতা প্রদান করে আসছে রায়গঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এদিকে উপজেলার হাটপাঙ্গাসী উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ রুসত্মম আলী বলেন, দুয়েকটি জমিতে আংশিক পোকার আক্রমন দেখা দিলেও ভয়ের কোনো কারন নেই। আমরা সব সময় কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি। তালিকা

ভূক্ত ছাড়াও অসহায় গরীব কৃষকদের মাঝে সার, বালাইনাশকসহ অন্যান্য উপকরণ দিয়ে কৃষকদের সহযোগিতা করে যাচ্ছি। মোট কথা কোন প্রাকৃতিক দূর্যোগ না হলে, এবারও বোরো ধানের বাম্পার ফলন হবে বলে আশা প্রকাশ করছেন রায়গঞ্জের কৃষকেরা।

error: Content is protected !!