হোম » প্রধান সংবাদ » কওমী মাদ্রাসাসহ (এতিমখানা ব্যতীত) সব মাদ্রাসা বন্ধে প্রজ্ঞাপন

কওমী মাদ্রাসাসহ (এতিমখানা ব্যতীত) সব মাদ্রাসা বন্ধে প্রজ্ঞাপন

আওয়াজ অনলাইনঃ কওমী মাদ্রাসাসহ (এতিমখানা ব্যতীত) সকল মাদ্রাসা (আবাসিক, অনাবাসিক) বন্ধে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার এ প্রজ্ঞাপন জারি করে সরকার।

প্রজ্ঞাপনে বলা হয়, দেশে করোনা ভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে গত ২৯ মার্চ প্রজ্ঞাপন জারি করে প্রধানমন্ত্রীর কার্যালয়। ওই প্রজ্ঞাপনে ২২ মে পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

সরকারি নির্দেশনা সত্ত্বেও দেশের বিভিন্ন স্থানে কিছু আবাসিক, অনাবাসিক মাদ্রাসা চালু রয়েছে। যা অত্যন্ত স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ।

প্রজ্ঞাপনে এই নির্দেশ অবিলম্বে কার্যকর করা হবে জানিয়ে বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কওমী মাদ্রাসাসহ (এতিমখানা ব্যতীত) সকল মাদ্রাসা (আবাসিক, অনাবাসিক) বন্ধ থাকবে।

error: Content is protected !!