হোম » প্রধান সংবাদ » মিথ্যা মামলা প্রত্যাহার ও লাঞ্ছিত করার প্রতিবাদে হাতীবান্ধায় মানববন্ধন

মিথ্যা মামলা প্রত্যাহার ও লাঞ্ছিত করার প্রতিবাদে হাতীবান্ধায় মানববন্ধন

মিজানুর রহমানঃ সময় টিভির রংপুর ব্যুরো প্রধান বিশেষ প্রতিবেদক রতন সরকারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং লালমনিরহাটের ভোরের পাতা’র সাংবাদিক আসাদুল ইসলাম সবুজকে লাঞ্ছিত করার প্রতিবাদে লালমনিরহাটের হাতীবান্ধায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকরা।
রোববার (২১ মার্চ) সকাল ১০টার দিকে ওই উপজেলা গেটের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় হাতীবান্ধা প্রেসক্লাবের সভাপতি ইলিয়াস বসুনিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- হাতীবান্ধা প্রেসক্লাবে সম্পাদক নুরুল হক, হাতীবান্ধা রিপোর্টাস ক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলাম। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএফএস) লালমনিরহাট শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সাজু। সভায়
সাংবাদিক রতন সরকারের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার তীব্র নিন্দা, প্রতিবাদসহ মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। এছাড়াও ভোরের পাতা’র লালমনিরহাট জেলা প্রতিনিধি আসাদুল ইসলাম সবুজকে ভূয়া ডাক্তার কর্তৃক লাঞ্ছিত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে, দোষীকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়।
মোহনা টিভির সাংবাদিক সুমন খান এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, রিপোর্টাস ক্লাব সভাপতি আলতাফ হোসেন সুমন, সম্পাদক ইউনুস আলী, ভোরের কাগজের সাংবাদিক স্বপন দে, নিউজ বিজয়ের ফারুক হোসেন, আমাদের সময় হাতীবান্ধা প্রতিনিধি নুরনবী সরকার,  সাংবাদিক মাহির খান,
সকালের সময়ের আসাদ হোসেন রিফাত, ভোরের দর্পনের আব্দুর রহিম, আলোকিত বাংলাদেশের কাজী শাহআলম, মুক্ত প্রভাতের শাহিনুর ইসলাম প্রান্ত, দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার প্রতিনিধি মিজানুর রহমান, সৃষ্টি টিভির সেলিম সম্রাট, ইনিউজের মাসুদ বাবু, দৈনিক স্বদেশ বিচিত্রা’র পরিমল চন্দ্র বসুনিয়া প্রমুখ।
error: Content is protected !!