হোম » প্রধান সংবাদ » বগুড়ার দুপচাঁচিয়ার  কৃতি সন্তান ফারুক পুলিশ সুপার হিসাবে পদোন্নতি পাওয়ায় সংবর্ধনা

বগুড়ার দুপচাঁচিয়ার  কৃতি সন্তান ফারুক পুলিশ সুপার হিসাবে পদোন্নতি পাওয়ায় সংবর্ধনা

এম. এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ  বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের দোবলাপাড়া গ্রামের কৃতি সন্তান কমাড্যান্ট ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার নীলফামারী আব্দুল্লাহ্-আল-ফারুক পুলিশ সুপার হিসাবে পদোন্নতি পাওয়ায় তাঁর নিজ গ্রামবাসীর পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার বিকালে দোবলাপাড়াগ্রামে উপজেলা চাউল কল মালিক সমিতির কোষাধ্যক্ষ আলহাজ্ব নাজমুল বারী স্বপনের সভাপতিত্বে ও টেকনিশিয়ান নাজমুল হকের পরিচালনায় সংবর্ধনা সভায় সংবর্ধিত
অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার(পদোন্নতিপ্রাপ্ত) আব্দুল্লাহ্-আল-ফারুক। প্রধান অতিথির বক্তব্য রাখেন তাঁর সহধর্মিনী আজমিরা পারভীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, বীরমুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, চামরুল ইউপি চেয়ারম্যান শাজাহান আলী, উপজেলা প্রেসকাবের সভাপতি আব্দুল্লাহ প্রিন্স, কবি আব্দুস সাত্তার, চামরুল ইউনিয়ন আ’লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান জুয়েল, ব্যবসায়ী সিরাজুল ইসলাম শেখ, আহসান হাবীব, নজরুল ইসলাম
বুলু, বগুড়া জেলা জাতীয় ছাত্রসমাজের আহবায়ক প্রভাষক ফরহাদ আলী খোকন। এসময় উপস্থিত ছিলেন বেড়–ঞ্জ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার এনামুল হক, ইউপি সদস্য জাহিদুল ইসলাম প্রাং, সংবর্ধিত অতিথির পরিবারের সদস্য নুরুল ইসলাম মুকুল, এ্যাড. মঞ্জুরুল হাসান, আছির উদ্দিন, হারুনুর রশিদ, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই সংবর্ধিত অতিথিকে গ্রামবাসীর পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

Loading

error: Content is protected !!