হোম » প্রধান সংবাদ » আলফাডাঙ্গায় জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস উৎপাদন বৃদ্ধি প্রকল্পের উদ্বোধন

আলফাডাঙ্গায় জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস উৎপাদন বৃদ্ধি প্রকল্পের উদ্বোধন

আলফাডাঙ্গা প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় মৎস অভিদপ্তরাধীন জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় পুকুর পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (৩ মার্চ) বিকালে উপজেলার পানাইল গুচ্ছগ্রামে এক অনুষ্ঠানের মাধ্যমে এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মৎস কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহি, উপজেলা মৎস কর্মকর্তা রাজিব রায়, জেলা মৎস কর্মকর্তা কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী ফিরোজ আহমেদ তপু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ৪নং টগরবন্ধ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমাম হাসান শিপন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, এলসিএস দলনেতা সৈয়দ তমাল আলী। প্রকল্পটির মোট আয়তন ১.২০ হেক্টর, বরাদ্দকৃত টাকার পরিমাণ নির্ধারণ করা হয়েছে ১৩ লক্ষ ৯৭ হাজার টাকা। পুকুরটি খনন হলে ১০ জন ব্যক্তি সুফল ভোগ করতে পারবে।
error: Content is protected !!