হোম » প্রধান সংবাদ » ভৈরবে এবার ছিনতাইয়ের কবলে পুলিশ অফিসার

ভৈরবে এবার ছিনতাইয়ের কবলে পুলিশ অফিসার

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে এবার ছিনতাইয়ের কবলে পুলিশ অফিসার।কেড়ে নিল নগদ টাকাসহ দেড় লাখ টাকার মালামাল।  ছিনতাইয়ের শিকার হওয়া পুলিশের উপ- পরিদর্শক  রায়হান উদ্দিন। সে বীর মুক্তিযোদ্ধা মোঃ জসীম উদ্দিনের ছেলে। তার বাসা ভৈরব বাজার ভূষি পট্রি। চট্রগ্রাম সদর কোর্টে কর্মরত আছেন বলে জানান তিনি । গত ৩রা মার্চ বুধবার ভোর সাড়ে ৪ টার দিকে রেলস্টেশন রোডে ভৈরব পৌর কবরস্থানের সামনের ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে।
উপ- পরিদর্শক রায়হান উদ্দিন জানান, আমি কয়েক দিনের ছুটিতে গতকাল মঙ্গলবার ভৈরবের নিজ বাসায় আসি। আমার মা কয়েকদিন যাবত অসুস্থ। একারনে মায়ের  উন্নত চিকিৎসা করাতে গত বুধবার ভোরে আমি মাকে নিয়ে  রিক্সাযোগে বাসা থেকে ভৈরব রেলস্টেশনে যাওয়ার সময় পৌর কবরস্থানের  সামনে গেলে একদল ছিনতাইকারী দেশীয় অস্ত্রসহ রিক্সার গতিরোধ করে। ঘটনার সময়  আমার সাথে মা ও ভাগ্নি ছিল। এসময় ছিনতাইকারীরা আমাদেরকে ছুরির ভয় দেখিয়ে ৪ টি মোবাইল,
এক জোড়া স্বর্নের কানের দোল, রুপার চেইন,একটি স্বর্নের আংটি ও নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। মোবাইল ও স্বর্ণালংকারের দাম আনুমানিক দাম দেড় লক্ষ টাকা হবে। উক্ত ঘটনায় পুলিশ অফিসার রায়হান উদ্দিন নিজে বাদী হয়ে ভৈরব থানায় একটি মামলা দায়ের করেছে। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিন  বলেন, উক্ত ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলা করার পর পুলিশ  অপরাধীদেরকে  গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে
error: Content is protected !!