হোম » প্রধান সংবাদ » সিরাজগঞ্জে পুলিশ মেমোরিয়াল ডে পালিত

সিরাজগঞ্জে পুলিশ মেমোরিয়াল ডে পালিত

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি :  মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনর্তায়ঁড়ঃ; এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার সকালে সিরাজগঞ্জ জেলা পুলিশের আয়োজনে শহীদ কনস্টেবল আলাউদ্দিন ড্রিলসেড পুলিশ লাইন্স এ বিগত ২০২০ সাল পর্যন্ত কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যগণদের স্মরণে সারা দেশের ন্যায় সিরাজগঞ্জ জেলায় পালিত হয় “পুলিশ মেমোরিয়াল ডে-২০২১”। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যগণদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম, বিপিএম। অনুষ্ঠানের শুরুতেই

 

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যগণদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের কমান্ড্যান্ট, আইটিসি মোহাম্মদ শরীফুল হক, সিরাজগঞ্জের পিবিআই এর পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ স্নিগ্ধ আক্তার পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ শরাফত ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, রায়গঞ্জ সার্কেল, ইমরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, শাহজাদপুর সার্কেল হাসিবুল

 

ইসলাম, সহকারী পুলিশ সুপার, কামারখন্দ সার্কেল মোঃ শাহীনুর কবিরসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যগণদের পরিবারবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ। এছাড়াও পুলিশ সুপার সিরাজগঞ্জ জেলার কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী ৩৮ জন পুলিশ সদস্যগণদের পরিবারবর্গকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জানান।

error: Content is protected !!