হোম » প্রধান সংবাদ » শিবগঞ্জে ইভটিজিং করার দায়ে যুবকের ৬ মাসের কারাদন্ড

শিবগঞ্জে ইভটিজিং করার দায়ে যুবকের ৬ মাসের কারাদন্ড

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে গুজিয়া স্কুলের ৭ম শ্রেণির এক ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে মেহেরাজ (২৫) নামের এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। সে উপজেলার শিবগঞ্জ সদর ইউনিয়নের তেঘড়িয়া পাড়া (বত্রিশ) গ্রামের হাফিজার রহমানের ছেলে। জানা যায়, স্থানীয় উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনির এক ছাত্রীকে ইভটিজিং করা হয় এমন অভিযোগের ভিত্তিতে গতকাল বুধবার বেলা ১২ঃ৩০ ঘটিকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অভিযোগের সত্যতা পাওয়ায় দন্ডবিধি ৫০৯ ধারা মোতাবেক ইভটিজিং করার দায়ে ঐ যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

 

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, শিবগঞ্জ উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী অফিসার মোঃ আলমগীর কবীর। এ সময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ। এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী অফিসার মোঃ আলমগীর কবীর জানান জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

error: Content is protected !!