হোম » প্রধান সংবাদ » শেরপুর শ্রীবরদী পৌরসভার নির্বাচনে সরঞ্জাম বিতরণ  

শেরপুর শ্রীবরদী পৌরসভার নির্বাচনে সরঞ্জাম বিতরণ  

শেরপুর প্রতিনিধি:  আসন্ন পৌরসভা নির্বাচন উৎসব মুখোর পরিবেশ। আগামী কাল অনুষ্ঠিত হবে চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচন।  চতুর্থ ধাপে শেরপুর জেলার শেরপুর সদর পৌরসভা  ও শ্রীবরদী পৌরসভায় ভোট গ্রহণ হবে আগামীকাল। এরই মধ্যে নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠাচ্ছে নির্বাচন কমিশন। বিকাল সাড়ে তিনটায় সদর উপজেলা পরিষদ থেকে ও শ্রীবরদী উপজেলা পরিষদ থেকে পর্যায়ক্রমে স্ব স্ব কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ও আইনশৃংখলা বাহিনী নির্বাচনী সরঞ্জাম নিয়ে যাচ্ছেন। এবার শেরপুর পৌরসভায় ইভিএম’র মাধ্যমে ভোট গ্রহণ হবে।

নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার। বলেন, শেরপুর পৌরসভায় ৩৫টি ভোট কেন্দ্রের জন্য তিন টিম র‌্যাব, তিন প্লাটুন বিজিবি, পর্যাপ্ত পুলিশ, ৯জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্যাট নির্বাচনী মাঠে উপস্থিত থাকবেন।

error: Content is protected !!