হোম » প্রধান সংবাদ » বগুড়ার শেরপুরে বঙ্গবন্ধু বিএনএফ শিক্ষাবৃত্তি কর্মসূচির উদ্বোধন

বগুড়ার শেরপুরে বঙ্গবন্ধু বিএনএফ শিক্ষাবৃত্তি কর্মসূচির উদ্বোধন

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ মুজিব শতবর্ষ উৎযাপন উপলক্ষে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের
অর্থায়নে সমাজ উন্নয়ন সংস্থা (এসডিএস) এর উদ্যোগে বঙ্গবন্ধু বিএনএফ শিক্ষাবৃত্তি কর্মসূচির উদ্বোধন করা
হয়েছে। গত ২১ জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে উপজেলার সমাজ উন্নয়ন সংস্থা (এসডিএস) শেরপুর শাখা কার্যালয়ে
সংস্থার নির্বাহী পরিচালক আব্দুর রহিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত আলী সেখ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুবির কুমাল পাল, শেরপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ শেখ,

 

ছোনকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এস এম রশিদুল হাসান, শেরপুর টাউনকলোনী এজে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধীন্দ্রনাথ রায়, মজিবর রহমান মজনু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে বঙ্গবন্ধু বিএনএফ শিক্ষাবৃত্তি কর্মসূচী প্রকল্পের আওতায় বছর ব্যাপী মাসে ৫শ টাকা করে উপজেলার ৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩৭জন শিক্ষার্থীদের ৩ কিস্তিতে প্রদান করার সিদ্ধান্তপূর্বক ১ম কিস্তির ৪মাসের অগ্রীম ২(দুই) হাজার টাকা প্রদান করা হয়।

error: Content is protected !!