হোম » প্রধান সংবাদ » উল্লাপাড়া পৌরসভায় মেয়র পদে আওয়ামিলীগ প্রার্থী এসএম নজরুল ইসলাম বিজয়ী

উল্লাপাড়া পৌরসভায় মেয়র পদে আওয়ামিলীগ প্রার্থী এসএম নজরুল ইসলাম বিজয়ী

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর নির্বাচনে আওয়ামিলীগ মনোনীত মেয়র প্রার্থী এসএম নজরুল ইসলাম কে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষনা করেন উল্লাপাড়া পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার আবুল হোসেন।

শনিবার (১৬ জানুয়ারি) ৯ টি ওয়ার্ডের ১৭ টি কেন্দ্রে ভোট গননা শেষে এসএম নজরুল ইসলাম নৌকা প্রতীকে ২৪ হাজার ৫০৯ ভোট পেয়ে জয়যুক্ত হয়েছেন তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বিএনপি প্রার্থী আজাদ হোসেন ধানের শীষ প্রতীকে ১০৭৬ ভোট এবং বিএনপির বিদ্রোহী (বহিস্কৃত) স্বতন্ত্র প্রার্থী বেলাল হোসেন মোবাইল ফোন প্রতীকে পেয়েছে ৪১৭ ভোট।

এছাড়াও উল্লাপাড়া পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে জয়যুক্ত হয়েছেন গোলাম আউলিয়া ২ নং ওয়ার্ডে শহিদুল ইসলাম ৩ নং ওয়ার্ডে নজরুল ইসলাম লেবু ৪ নং ওয়ার্ডে রেজাউল করিম ৫ নং ওয়ার্ডে আমিরুল ইসলাম আরজু ৬ নং ওয়ার্ডে আজিজুল ইসলাম শাহ্ আলম ৭ নং ওয়ার্ডে আজাদ হোসেন ৮ নং ওয়ার্ডে সোহেল রানা ৯ নং ওয়ার্ডে কামরুল হাসান এবং সংরক্ষিত মহিলা ১,২,৩ নং ওয়ার্ডে মাহফুজা খাতুন মায়া ৪,৫,৬ নং ওয়ার্ডে নাসরিন ৭,৮,৯ নং ওয়ার্ডে আজিরন নেসা।

উল্লাপাড়া পৌরসভায় ভোটার সংখ্যা ৩৪ হাজার ৫০৩ এরমধ্যে ভোট প্রদান করেছে ২৫ হাজার ৯৯৬ জন এবং শতকরা ৭৫% ভোট কাস্ট হয়েছে ।

error: Content is protected !!