হোম » প্রধান সংবাদ » রৌমারীতে আড়াই লক্ষ টাকায় ধর্ষনের ঘটনা মিমাংসা

রৌমারীতে আড়াই লক্ষ টাকায় ধর্ষনের ঘটনা মিমাংসা

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে ভাড়াটিয়া গৃহবধুকে ধর্ষণের অভিযোগে জোর পূর্বক সালিশ করে ধর্ষককে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন যাদুরচর ইউপি চেয়ারম্যান সরবেশ আলী। গত ৯ জানুয়ারী রাতে উপজেলার সায়দাবাদ এলাকায় ধর্ষকের বাড়িতে এ সালিশী বৈঠক হয়। সালিশে অভিযোগকারী ধর্ষিতা ও ধর্ষক অবঃ প্রাপ্ত আর্মি আজাহার আলী উপস্থিত ছিলেন না। এ সময় গৃহবধুর পক্ষে তার চাচা সাইফুল ইসলাম এবং ধর্ষক আজাহারের পক্ষে চেয়ারম্যান সরবেশ দায়িত্ব নেন। এ দিকে গৃহবধুর স্বামী সালিশ না মানায় তাকে লাঞ্চিত করে তাড়িয়ে দেওয়া সহ জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর নিয়েছে বলেও জানা গেছে। এবং এব্যাপারে কোন প্রকার মুখ খুলতে নিষেধ করে রাতেই ধর্ষকের ভাড়াটিয়া বাড়ি থেকে তাদের বেড় করে দেওয়া হয়।

 

জানা যায় সম্ভ্যম হারানো দরিদ্র ওই গৃহবধুকে গত ৮ জানুয়ারী রাতে বাড়িতে একা পেয়ে ঐ বাড়ির মালিক আজাহার আলী ঘরে ঢুকে জোর পূর্বক ধর্ষণ করে। পরে বিষয়টি স্বামী রুমনকে জানালে সে ধর্ষণের বিষয়টি চেয়ারম্যানকে জানায়। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পরলে চেয়ারম্যান সরবেশ আলী থানায় অভিযোগ দিতে নিষেধ করেন এবং কোথাও কোন কথা জানাতে পারবে না বলে ভয়ভিতি দেখান। ফলে ধর্ষিতা থানায় অভিযোগ দিতে পারেনি। উপজেলার যাদুরচর ইউপি চেয়ারম্যান সরবেশ আলীকে জিজ্ঞাস করলে তিনি জানান, ঘটনাটি উভয় পক্ষ মিলে একটি সমাধান করে দেওয়া হয়েছে। তবে টাকা লেনদেন এর কথা জানতে চাইলে তিনি সু-কৌশলে এরিয়ে যান। এ বিষয়ে রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ এর সাথে কথা হলে তিনি বলেন, এ বিষয়ে খোজ খবর নেয়া হচ্ছে। এখন পর্যন্ত কোন তথ্য পাওয়া যায়নি। অভিযোগ হলে ব্যবস্থা নেয়া হবে।

error: Content is protected !!