হোম » প্রধান সংবাদ » দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে দাগনভূঞার কামাল নিহত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে দাগনভূঞার কামাল নিহত

মোঃআবদুল মুনাফ পিন্টু ,দাগনভূঞা প্রতিনিধিঃ দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে আবুল কালাম (৫৬) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার রাতে দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেইট প্রদেশে সন্ত্রাসীরা তাকে গুলি করলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে চিকৎসাধীন অবস্থান মারা যান। তিনি ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের নয়নপুর গ্রামের পাটোয়ারী বাড়ির হাবিবুর রহমানের ছেলে।
পরিবার সূত্রে জানাযায়, প্রায় ১২ বছর আগে তিনি ভাগ্যবদলের উদ্দেশ্যে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। সেখানে অল্প কিছুদিন চাকরি করেন। পরে নিজেই ব্যবসা শুরু করেন। ইতোমধ্যে সেখানে তিনি একটি দোকানের মালিক। রোববার রাতে একদল সশস্ত্র কৃষ্ণাঙ্গ ডাকাত দল দোকান ভেঙে ভিতরে প্রবেশ করে মালামাল লুট করে নিয়ে যাওয়ার সময় আবুল কালামকে গুলি করে। এরপর স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে আবুল কালাম মৃত্যুবরণ করেন। আবুল কালামের মৃত্যু সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত আবুল কালামের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
error: Content is protected !!