জননী

মাসুমঃ 
তুমি কবরের মাঝে ভালো আছো
আমাদের ভাবতে ভালো লাগে
বাবার বুকটা ফাঁকা করে
তুমি চলে গেলে আগে।

বাবা এখন বিছানার উপর
সবসময় বসে বসে কাঁদে
বাবার খাবার গুলি এখন
তোমার ছেলের বউগুলি রাঁধে।

এতো অভিমান ছিলো মনে
আমরা কেউ জানতে পারিনি কোনোদিন
হাজার চেষ্টা করলে আমরা
শোধ করতে পারবো না তোমার কাছে ঋৃণ।

বিধাব শব্দ শুনতে হলোনা
তোমার নিজ কানে
তোমার ছেলেরা এখন বাধ্য হয়েছে
মা তোমার কথা এখন সবাই মানে

তোমার কবরের কাছে গিয়ে
এই এতিমগুলো যখন দাড়িয়ে থাকি
চোখের পানি বাধ মানে না
আমাদের ভিজে যায় আখি।

হয়তো তোমার মতো বাবার সেবা
আমরা করতে পারবো না কোনোদিন
আপ্রান চেষ্টা করে যাবো

বাবা পৃথিবীতে আছে যতোদিন।
বাড়ীর মধ্যে কোথাও তুমি নেই
আমরা চোখ থাকিতে সব অন্ধ
এখন থেকে তোমার সাথে

আমাদের সবকিছু হয়ে গেলো বন্ধ।
স্বপ্নে তুমি দেখা দিও
আমাদের কাছে এসো প্রতি রাতে
এইভাবে আমাদের জীবনভর

তুমি থেকো মোদের সাথে।
তোমার সারাদিন খোঁজে পায়না তোমার দেখা
ছোট বয়সে ওরা এখন সব থেকেও একা।

error: Content is protected !!