হোম » প্রধান সংবাদ » অভিনেতা আবদুল কাদেরের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

অভিনেতা আবদুল কাদেরের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

ডেস্ক রিপোর্ট :: জনপ্রিয় অভিনেতা আবদুল কাদেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এক শোকবার্তায় রাষ্ট্রপতি আবদুল কাদেরের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শনিবার সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থেকে মারা যান জনপ্রিয় অভিনেতা আবদুল কাদের। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ের জনক। এ ছাড়া তিনি রেখে গেছেন নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী।

শারীরিক অসুস্থতার কারণে গত ৮ ডিসেম্বর আবদুল কাদেরকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে পরীক্ষার পর তার অগ্ন্যাশয়ে ক্যানসার শনাক্ত হয়, যা সংক্রমণের চতুর্থ স্তরে পৌঁছে গেছে বলে জানান চিকিৎসকরা। গুরুতর শারীরিক দুর্বলতার কারণে এই অভিনেতাকে কেমোথেরাপিও দেওয়া যাচ্ছিল না। গত ২০ ডিসেম্বর ভারত থেকে দেশে ফেরেন তিনি।

শারীরিক অবস্থা সংকটাপূর্ণ হওয়ায় দেশে ফেরার পরই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে করোনার টেস্ট করা হলে গত ২১ ডিসেম্বর তার রিপোর্ট পজিটিভ আসে।

### sss

 

error: Content is protected !!