হোম » প্রধান সংবাদ » বাংলা ও ইংরেজি ভাষায় নির্মিত মৌসুমী হামিদের ‘গোর’ মুক্তি পাচ্ছে

বাংলা ও ইংরেজি ভাষায় নির্মিত মৌসুমী হামিদের ‘গোর’ মুক্তি পাচ্ছে

ডেস্কস রিপোর্ট : মৌসুমী হামিদ অভিনীত বাংলা ও ইংরেজি ভাষায় নির্মিত ‘গোর’ নামের চলচ্চিত্রটি ২৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। সুন্দরী প্রতিযোগিতা দিয়ে আলোচনায় এসে এখন নাটক ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করছেন তিনি।

সেই ধারাবাহিকতায় ২০১৯ সালে গাজী রাকায়েতের পরিচালনায় ‘গোর’ নামের একটি ছবিতে অভিনয় করেন এই অভিনেত্রী।

একজন গোর খোদকের জীবনকাহিনী নিয়ে ছবিটি নির্মিত হয়েছে। এই গোর খোদকের চরিত্রে অভিনয় করেছেন পরিচালক গাজী রাকায়েত নিজেই। আগামী মাসে ছবিটি আমেরিকার নিউইয়র্কেও প্রদর্শিত হওয়ার কথা রয়েছে।

অন্যদিকে আরেকটি সরকারি অনুদানের ছবিতে অভিনয় করছেন মৌসুমী হামিদ। হৃদি হকের পরিচালনায় ছবির নাম ‘১৯৭১ সেই সব দিন’।

প্রসঙ্গত, এর আগে প্রশান্ত অধিকারীর পরিচালনায় ‘হাডসনের বন্দুক’ নামের একটি সরকারি অনুদানের ছবিতে অভিনয় করেছিলেন এই অভিনেত্রী। যদিও ছবিটি আর মুক্তি পায়নি।

অন্যদিকে খণ্ড নাটকের পাশাপাশি ধারাবাহিক নাটকেও নিয়মিত অভিনয় করছেন মৌসুমি। সঞ্জিত সরকারের পরিচালনায় প্রচার চলতি ‘চিটিং মাস্টার’ নামের একটি ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করছেন। এছাড়া বিশেষ দিবসের নাটকেও তার সরব উপস্থিতি রয়েছে।

### SSS

error: Content is protected !!