হোম » প্রধান সংবাদ » মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন

মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন

সোহেল মিয়া, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রতিবাদের সুরে, মাদক থাকবে দূরে, এই স্লোগানকে নিয়ে গঠিত হয়েছে  স্বাধীনতা পরবর্তী সময়ে আঞ্চলিক বৃহৎ সামাজিক সংগঠন “মাদকমুক্ত নবীনগর চাই”। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে গঠিত বৃহৎ সংগঠন টির পৌরসভার দ্বিবার্ষিক সম্মেলন বৃহস্পতিবার সকালে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সার্জেন্ট মুজিবুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

দ্বিবার্ষিক সম্মেলনে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংগঠনের উপদেষ্টা আবু মুসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর থানার এসআই মোজাম্মেল হক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সভাপতি মোহাম্মদ আবু কাওসার, বক্তব্য রাখেন সহ সভাপতি ইমতিয়াজ বেগ ইমন, তৌফিকুর রহমান মাস্টার, ওবায়দুর রহমান বাদল,

ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক  খলিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, কার্যকরী সদস্য এনামুল হক সরকার, মনিরুল ইসলাম কালন আরো উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সিনিয়র সিনিয়র সহ সভাপতি আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, সংগঠনের উপজেলার সকল নেতৃবৃন্দ, জিনদপুর ইউনিয়ন, রসুল্লাবাদ ইউনিয়ন, শ্যামগ্রাম ইউনিয়ন, বরিকান্দি ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ। সঞ্চালনায় ছিলেন অত্র সংগঠনের সাধারণ সম্পাদক ওমর ফারুক।

আলোচনা পর্ব শেষে দ্বিতীয় পর্বে প্রধান অতিথির অনুমতিক্রমে ৫৫ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা করেন সভাপতি মোহাম্মদ আবু কাওসার ।মোহাম্মদ আনোয়ার হোসেনকে সভাপতি ও মাজেদুল ইসলাম কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আগামী দুই বছরের জন্য এই  কমিটির অনুমোদন দেওয়া হয়। বক্তাগণ এই মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে সচেতনতা সৃষ্টি করে আগামী প্রজন্মের ভবিষ্যৎ গড়ার জন্য প্রত্যেকে প্রত্যেকের পরিবার থেকে মাদকের ব্যাপারে সচেতনতা তৈরি করার জন্য যার যার অবস্থান থেকে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

error: Content is protected !!