হোম » প্রধান সংবাদ » ফ্রান্সে মহানবী (সাঃ)কে ব্যঙ্গচিত্রের প্রতিবাদে সোনারগাঁয়ে সমাবেশ ও বিক্ষোভ

ফ্রান্সে মহানবী (সাঃ)কে ব্যঙ্গচিত্রের প্রতিবাদে সোনারগাঁয়ে সমাবেশ ও বিক্ষোভ

মোঃ কবির হোসেন, (সোনারগাঁ) নারায়ণগঞ্জ:

ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী (সা:)কে অবমাননা ও ব্যঙ্গচিত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। বৃহস্পতিবার সকালে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার হাবিবপুর ঈদগাহ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সোনারগাঁয়ে ইমাম ওলামা ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে তৌহিদী জনতা ও সর্বস্তরের জনগন অংশ নেন। সমাবেশে ইমাম ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মহিউদ্দিন খানের সভাপতিত্বে ও মহাসচিব মুফতি সাইদুর রহমান এর উপস্থাপনায় বক্তব্য রাখেন উলুকান্দি জামিয়া আশরাফুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আজিজুল হক, খেলাফত মজলিসের সোনারগাঁ শাখার সভাপতি মাওলানা ইকবাল হোসাইন, কওমি মাদরাসা আঞ্চলিক শিক্ষা বোর্ড সোনারগাঁয়ের মহাসচিব মাওলানা আঃ দাইয়ান, ইমাম ওলামা ঐক্য পরিষদের সহ সভাপতি মাওলানা কামাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহজাহান শিবলী, মাওলানা আঃ হান্নান, মাওলানা সিদ্দিকুর রহমান, মুফতি রুহুল আমিন কাসেমি, মাওলানা আশরাফ আলী, মাওলানা মোয়াজ্জম হোসাইন, মাওলানা সাখাওয়াতুল্লাহ মহিব প্রমুখ নেতৃবৃন্দ। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রদক্ষিন করে মহাসড়কে অবস্থান নেয়। পরে বিক্ষোভকারী সড়কে শুয়ে ও বসে এ প্রতিবাদ করে। এসময় মহাসড়কের দু’পাশে যানজটের সৃষ্টি হয়। পরে বিক্ষোভকারীরা ফ্রান্সের প্রধানমন্ত্রীর কুশপত্তলিকা দাহ করে।

error: Content is protected !!