হোম » প্রধান সংবাদ » নোয়াখালী সহ সারা দেশে নারী ধর্ষন ও নির্যাতনের প্রতিবাদে চাটখিলে সেচ্ছাসেবী প্যানেলের মানব বন্ধন।   

নোয়াখালী সহ সারা দেশে নারী ধর্ষন ও নির্যাতনের প্রতিবাদে চাটখিলে সেচ্ছাসেবী প্যানেলের মানব বন্ধন।   

চাটখিল থেকে মনির হোসেন সোহেল (চাটখিল প্রতিনিধি) : নোয়াখালী সহ সারা দেশে নারী নির্যাতনের প্রতিবাদে শ্লোগানে শ্লোগানে উত্তালে মুখরিত  হয়েছে চাটখিলের মানব বন্ধন।  আজ মঙ্গল বার ৬ই  অক্টোবর চাটখিল সেচ্ছাসেবী সংগঠন গুলোর সংগঠন” চাটখিল সেচ্ছাসেবী প্যানেল ” নামক আজকের মানব বন্ধনের আয়োজন করেন।   আজ দুপুর সারে ১২ টায় চাটখিল মেইন সড়কের দুই পাশে “মানব সেবা সংঘ” (সিংবাহুড়া) সহ  বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন , প্রায় ৪০ টি সংগঠন  সড়কের পাশে বিভিন্ন ধরনের ব্যানার, পেস্টুন, প্লেকার্ড হাতে লিখিত শ্লোগান লিখে প্রতিবাদ জানান।

চাটখিল সেচ্ছাসেবী সংগঠন গুলোর সভাপতি ও সম্পাদকেরা প্রতিবাদ বক্তব্য বলেন আজ নারীরা বাহিরে যেমন নিরাপদ নয় তেমনি ঘরে ও নিরাপদ নয়। বাংলাদেশে যেখানে নারি ধর্ষন সহ নির্যাতনের শ্বিকার হয়েছেন তাদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান।  এ সময় মানব বন্ধনে  সড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে। পরে চাটখিল থানা পুলিশের সহযোগিতায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা  হয়। দুপুর একটায় মানব বন্ধন উপজেলা পরিষদের সামনে নিরবতার মাদ্যমে মানব বন্ধনের সমাপ্তি ঘোষনা করেন। সময় উপস্থিত ছিলেন সাংবাদিক,  সেচ্ছাসেবী প্যানেলের সদস্যরা, শিক্ষক, সাধারণ মানুষের পাশাপাশি সামাজিক ব্যাক্তিবর্গ।
error: Content is protected !!