হোম » প্রধান সংবাদ » বগুড়া ডিবি পুলিশের  মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমান এ্যাম্পুল ইফিড্রিন ইনজেকশন ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার…

বগুড়া ডিবি পুলিশের  মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমান এ্যাম্পুল ইফিড্রিন ইনজেকশন ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার…

এম.এ রাশেদ (বগুড়া জেলা) প্রতিনিধিঃ বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার মহোদয়ের সার্বিক দিক  নির্দেশনায় জেলা জেলা গোয়েন্দা শাখা( ডিবি) অফিসার ইনচার্জ  মোঃ আছলাম আলী পিপিএম এর নেতৃত্বে টিম ডিবি বগুড়ার চোরাচালান ও মাদক বিরোধী অভিযানে ৭,৭৬০(সাত হাজার সাতশত ষাট)এ্যাম্পুল ইফিড্রিন(মাদক) ও ৫০(পঞ্চাশ) বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার সহ একটি R15  মোটরসাইকেল উদ্ধার করেছে।
ডিবি বগুড়ার একটি চৌকস টিম ইং-০৫/১০/২০২০ তারিখ রাত্রি ২১.৪০ ঘটিকার সময় বগুড়া শাজাহানপুর থানাধীন ডোমনপুকুর শাহ পাড়া গ্রামস্থ আসামী মোঃ খলিলুর রহমানের শয়ন কক্ষ হইতে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি ৩২টি কার্টুনে ভর্তি  ৭,৭৬০(সাত হাজার সাতশত ষাট) এ্যাম্পুল নেশা জাতীয় জি-ইফিড্রিন ইন(ইফিড্রিন ক্লোরাইড বিপি)ইনজেকশনসহ আসামী ১. মোঃ খলিলুর রহমান(৭০), পিতা-মৃত ছমির উদ্দিন শাহ, সাং-ডোমনপুকুর শাহ পাড়া, থানা-শাজাহানপুর, জেলা-বগুড়াকে গ্রেফতার করে। অন্যদিকে ডিবি বগুড়ার অপর একটি পৃথক টিম ইং ০৫/১০/২০২০ তারিখ রাত্রী ২২.২৫ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন রংপুর টু ঢাকা গামী মহা-সড়কে অবস্থিত বাঘোপাড়া বাজারস্থ জনৈক আবু তাহের-এর খাবার হোটেলের সামনে পাকা রাস্তার উপর হইতে সর্বমোট ৫০ (পঞ্চাশ) বোতল ভারতীয় ফেন্সিডিল এবং একটি হলুদ কালো রংয়ের R15 মটর সাইকেল যাহার রেজিঃ নং ঢাকা মেট্রো ল-৪৩-০১২৩, ইঞ্জিন নং B3J6E0188780, চেসিস নং MH3RG4710KK101830 সহ আসামী ১. মোঃ এনামুল হক (৪৩),
পিতা মোঃ আজিজ @ আজিজ মন্ডল @ আজিদ, ২. মোঃ মেহেরাজ (৪৮), পিতা মৃত গফুর সরদার, উভয় সাং উত্তর গোপালপুর, থানা পাঁচবিবি, জেলা জয়পুরহাট, ৩. মোঃ মিনহাজুল ইসলাম (৪৪), পিতা মোঃ জালাল উদ্দিন, সাং পালশা পাঠানপাড়া, থানা হাকিমপুর, জেলা-দিনাজপুরদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া শাজাহানপুর ও সদর থানায় নিয়মিত মামলা রুজু অন্তে আসামীগণকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে ডিবির ওসি মোঃ আসলাম আলী পিপিএম জানান।
error: Content is protected !!