হোম » প্রধান সংবাদ » গাইবান্ধা শহরের ডিবি রোডে দোকান ঘর ভাঙ্গার সময় বীম ধ্বসে শ্রমিক ও পথচারীসহ দুইজন নিহত

গাইবান্ধা শহরের ডিবি রোডে দোকান ঘর ভাঙ্গার সময় বীম ধ্বসে শ্রমিক ও পথচারীসহ দুইজন নিহত

শাহজাহান সিরাজ : গাইবান্ধা সদর উপজেলার ডিবি রোডে সরকারি চারলেন প্রকল্পের রাস্তার পাশের স্থাপনা সড়ানোর কাজ করার সময় ভবন ধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভবনের পিলারের নিচে চাপা পড়ে এক শ্রমিক ও এক পথচারীর মৃত্যু হয়েছে ১জন আহত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের ডিবি রোডে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, শ্রমিক আজাদ মিয়া (৩৭)। তিনি সদর উপজেলার খামার বোয়ালি গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে। এছাড়া পথচারী আব্দুল ওয়াহেদ (৫০)।

 

তার বাড়ি ঠাকুরগাঁও জেলায়। তিনি গাইবান্ধা বিসিক শিল্প নগরীতে অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সদর উপজেলার ডিবি রোডে সরকারি চারলেন প্রকল্পের রাস্তার পাশের শাহজাহান মিয়ার রড সিমেন্টের দোকান ঘর সড়ানোর কাজ করছিলেন কিছু শ্রমিক। এ সময় হঠাৎ করে ভবন ধসে পিলারের নিচে চাপা পড়ে শ্রমিক আজাদ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এছাড়া ভবনের পিলারের চাপায় পথচারী আব্দুল ওয়াহেদসহ ২ জন আহত হন। পরে আহত ব্যাক্তিদের উদ্ধার পরে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন আব্দুল ওয়াহেদ নামে এক পথচারীর মৃত্যু হয়।

error: Content is protected !!