হোম » প্রধান সংবাদ » কবি শাহজাহান সিরাজ সবুজ- এর কবিতা “হায়রে অন্ধত্ব”

কবি শাহজাহান সিরাজ সবুজ- এর কবিতা “হায়রে অন্ধত্ব”

হায়রে অন্ধত্ব
[শাহজাহান সিরাজ সবুজ]
চারিদিকে অন্ধত্ব আর অন্ধত্ব,
অন্ধত্ব’ আজ এক মহামারী।
নেতৃত্বে অন্ধত্ব, দলে অন্ধত্ব,
কর্মস্থল, সমাজ, রাষ্ট্রে অন্ধত্ব।
হায়রে অন্ধত্ব।

কথায় অন্ধত্ব, ব্যক্তিতে অন্ধত্ব,
পরিবারে অন্ধত্ব, বন্ধুতে অন্ধত্ব,
অন্ধত্ব সম্পর্কে, অন্ধত্ব বিবেকে,
অন্ধত্বের দাপটে বিশ্ব অসহায়।

চারিদিকে স্বার্থান্ধতা, অজ্ঞতা,
অন্ধত্বের কালাজ্বরে জর্জরিত
ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, বিশ্ব বিবেক।
অন্ধত্বের কালো থাবাক্রমণে,
বিবেক করেছে পতনবরণ।

চোখের আলো নেই বলে,
দৃষ্টিহীনদের অন্ধ বলি সবে।
স্বার্থান্ধ, অজ্ঞদের মতো
দৃষ্টিহীনরা বিবেকহীন নয়।

error: Content is protected !!