হোম » প্রধান সংবাদ » জনগণের সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে বগুড়ার লাহিড়ীপাড়া ইউপিতে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন

জনগণের সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে বগুড়ার লাহিড়ীপাড়া ইউপিতে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন

এম.এ রাশেদ বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদে সদর থানা পুলিশের আয়োজনে বিট পুলিশিং কার্যক্রম মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অপরাধ প্রতিরোধে জনগণের সম্পৃক্ততা বাড়াতে বিট পুলিশিং এ কার্যক্রমের ১৭ নং অফিস উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলার লাহিড়ীপাড়া বাজার সংলগ্ন ইউনিয়ন পরিষদে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে বিট পুলিশিং অফিস উদ্বোধন করেন, বগুড়া সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির। এসময় তিনি বলেন,  বগুড়া সদরের প্রতিটি ইউনিয়নের গ্রাম পর্যায়ে বিট পুলিশিং অফিস চালু করা হয়েছে। পুলিশি সেবাকে জনগণের দোড়গোড়ায় নিয়ে যেতে আমাদের এ কার্যক্রম। বিট পুলিশিংয়ের মাধ্যমে অপরাধ কমিয়ে আনতে জনগণের সঙ্গে পুলিশের নিবিড় সম্পর্ক তৈরি হবে।
এতে মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস, নারী নির্যাতন এবং ইভটিজিংসহ সব ধরনের সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। পুলিশি সেবা জনগণের দ্বারপ্রান্তে নিয়ে যেতে বিট পুলিশিং কার্যক্রমের যাত্রা। ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এই স্লোগানকে সামনে রেখে বিট পুলিশিং অফিস উদ্বোধন করা হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাফতুন আহম্মেদ এর সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ মাঠে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিট ইনচার্জ এস আই সোহেল রানা’র সঞ্চলনায়, সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রেজাউল করিম রেজা, ইন্সপেক্টর ( অপারেশন)  হাসান আলী, এএসআই রফিকুল ইসলাম। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,  লাহিড়ীপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজহারুল হান্নান রিপু, সাধারন সম্পাদক জহুরুল ইসলাম উজ্জল, আব্দুল আজিজ, শ্রী উজ্জল চন্দ্র সরকার, নুরে আলম নাইম, ইউপি সদস্য এনামুল হক উকিল, আল আমিন, সিরাজুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, এলাকার হাজারো নারী-পুরুষ।
error: Content is protected !!