হোম » প্রধান সংবাদ » নওগাঁর মহাদেবপুরে পিপিজি কমিটির সভা অনুষ্ঠিত

নওগাঁর মহাদেবপুরে পিপিজি কমিটির সভা অনুষ্ঠিত

মোঃ রফিকুল ইসলাম, মহাদেবপুর   (নওগাঁ)  প্রতিনিধি :  রাজশাহী  বিভাগের  নওগাঁর মহাদেবপুরে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আয়োজনে পিপিজি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।   আজ ১০ সেপ্টেম্বর   মহাদেবপুর উপজেলা স্কাউট ভবনে সকাল সাড়ে ১১টায় উপজেলা পিস প্রেসার গ্রুপের ২০ জন সদস্যের মধ্যে এ ফলোআপ মিটিং অনুষ্ঠিত হয়।

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এরিয়া সমন্বয়কারী মোঃ আসির উদ্দীনের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন পিপিজি এ্যাম্বাসেডর ও গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেন।

অারো উপস্থিত ছিলেন পিপিজি’ সদস্য আখতার সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লোকমান হাকিম, মহাদেবপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আককাস আলী, মোঃ ওয়াজেদ আলী, হারুনুর রশিদ, স্বাস্থ্য সহকারী মোঃ গোলাম সাকলায়েন, নির্বাচিত সাদা মনের মানুষ বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দীন মন্ডল, পরিবেশ বাদী সংগগঠন জীবন এর সভাপতি ইউনুসার রহমান হেফজুল, নারী নেত্রী রওশন জাহান, মাহবুব উল আলম, সুইট, আকতার হোসেন, উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোঃ আইনুল ইসলাম, সাংবাদিক লিয়াকত আলীসহ পিপিজির  সদস্য বৃন্দ।

সভায় পিপিজির করোনা কালীন সময়ে কাজ, পিপিজি পূর্ণগঠন, বিভিন্ন সহিংসতামুক্ত ও সম্প্রীতির মহাদেবপুর গড়ার অঙ্গিকারে সকল রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃত্বকে পিপিজির কাজে সম্পৃক্তকরণ নিয়ে আলোচনা করা হয় এ সভায়।  এ ফলোআপ সভায়  সার্বিক ভাবে সহযোগিতা করেন ইউসি মোঃ খোরশেদ আলম, সিনিয়র ইয়ূথ লিডার তারেক হাসানসহ অনেকে।

error: Content is protected !!