হোম » প্রধান সংবাদ » কান পেতে আছি

কান পেতে আছি

অভ্র ওয়াসিমঃ

আমি কান পেতেছিলাম
শব্দ নেই নির্জনতা নেই
আমি কান পেতে আছি।

একগুচ্ছ সত্য ভাষণ শুনতে
ধর্মীয় বক্তা বর্ণালী পোশাকে আবৃত
গিবতে ব্যস্ত – বলে, শোন আমার কথা!

প্রেমিক বলে যায়
প্রেমিকা কান পেতে আছে
অন্য কোনখানে তন্ময় হয়ে
প্রেমিক দিশেহারা কী করবে সে?

সত্যের আকাল হয়েছে
যদিও পাওয়া যায় সমাদর যৎ সামান্য।

দেশ আমার
পরিচয়ে দেশই শেষ ঠিকানা
দেশের জন্য সত্য কথা শুনতে চাই
আমি সাধারণ, তত্ত্ব কথা বুঝি না।

নেতা কেন কথা বেচে গোলকধাঁধা বানায়?
দেশের সরল মানুষ সোজা কথা শুনতে চায়।
যুক্তি-তর্ক মিথ্যা প্রতিষ্ঠার অভিশাপ
আমরা সত্য শুনতে চাই, কান পেতে আছি।

হে নেতা, হে সভ্য
সময় ফুরিয়ে যায় ইতিহাসের পাতা ভরে
তোমার কথা মিথ্যা আস্ফালন হলে
সময় সাক্ষী দেবে সব ষোল আনায় মিছে।

error: Content is protected !!