হোম » প্রধান সংবাদ » ভৈরবে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

ভৈরবে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ)  প্রতিনিধিঃ  কিশোরগঞ্জের ভৈরবে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে আজ ৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে উপজেলা মিলনায়তন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা’র’ সভাপতিত্বে স্বাক্ষরতা দিবস, শিক্ষার গুরুত্ব ও দেশ উন্নয়নে শিক্ষার মর্যাদা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রি খিসা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা মাধ্যমিক স্কুলের একাডেমিক সুপার ভাইজার স্বপ্না ইসলাম, হাজী আসমত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রাব্বানী,

কমলপুর মোজাফফর বেপারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুমানারা বেগম রতনা, কমলপুর হাজী  জহির উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক লেঃ অহিদুর রহমান প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা সঞ্চালনায় ছিলেন উপজেলা যুব মহিলা কর্মকর্তা জলি বদন তৈয়বা।

error: Content is protected !!