উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন। শনিবার (০৭ আগষ্ট) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নবাগত ইউএনও দেওয়ান মওদুদ আহমেদ তার বক্তব্যে উল্লাপাড়ায় আগামী দিনগুলোতে সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন ও নানা অনুষ্ঠান আয়োজনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
একই সাথে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে উল্লাপাড়া উপজেলাকে আরো এগিয়ে নিতে তার পক্ষ থেকে সবধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন। মতবিনিময় সভায় উল্লাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুস ছাত্তার, সাধারন সম্পাদক জয়নাল আবেদীন জয়, সাংবাদিক কল্যাণ ভৌমিক, এ আর জাহাঙ্গীর, মোঃ নজরুল ইসলাম, সাহারুল হক সাচ্চু, রেজাউল করিম বাচ্চু, মোঃ সাহেব আলী, রাজু আহমেদ সাহান, আল মাহমুদ, জুবাইদ বিন রহমান শিমুল, রায়হান আলী, আবু বকর সিদ্দিক বাবু প্রমুখ উপস্থিত ছিলে।
আরও পড়ুন
কুবিতে ভলিবল প্রতিযোগিতা: চ্যাম্পিয়ন বাংলা ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ
অবৈধ স্বর্ণ পাচারকালে মোটরসাইকেলসহ চুয়াডাঙ্গা ডিবির হাতে গ্রেফতার ১
রোহিঙ্গা ক্যাম্পে আরসার হামলায় চারজন নিহত